Style Options
চড়ইমুড়ী বালিকা দাখিল মাদ্রাসায় ১২ ই রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নদী (সাঃ) উদ্‌যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।   |  

চড়ইমুড়ী বালিকা দাখিল মাদ্রাসা

Picture

বিজ্ঞান ও প্রযুক্তির এ বিশ্বে এবং বৈপ্লবিক পরিবর্তনের এ যুগে কৃষি নির্ভর বাংলাদেশের উত্তর জনপদের মনোরম, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে যুগোপযোগী  শিক্ষা এবং দেশবাসীর ভালবাসায় লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন হলো চড়ইমুড়ী বালিকা দাখিল মাদ্রাসা । সবুজ শ্যামল ও গ্রামীন পরিমন্ডলে প্রায় ১ একর এলাকা নিয়ে গড়ে ওঠেছে এ মাদ্রাসা চত্তর। হাটি হাটি পা পা করে গড়ে ওঠা এ ইতিহাস।
উক্ত মাদ্রাসায়  প্রত্যন্ত অঞ্চলে নারী  শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অবস্থান 
সিরজগঞ্জ থেকে মাত্র ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি অবস্থিত।

যাতায়াত ব্যবস্থা :
রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দুরে অবস্থিত হলেও বাস, ট্রেন  যোগে রাজধানীর সাথে এর রয়েছে অত্যন্ত সুন্দর যাতায়াত ব্যবস্থা।
ভৌত সুবিধা:
মাদ্রাসার এ সুন্দর চত্তরে আছে ০৩ একাডেমিক ও ০১টি প্রশাসনিক ভবন, এক হাজারেরও বেশি বইসহ  লাইব্রেরী। শিক্ষার্থী  -শিক্ষকদের মধ্যে সোহার্দপূর্ণ সংযোগের লক্ষ্যে রয়েছে শিক্ষার্থী  -শিক্ষক কেন্দ্র। খেলার মাঠ ।  গাছ-গাছালির  এক বিশাল ও ইর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে ওঠেছে ক্যাম্পাসের শ্যামল ও প্রাকৃতি পরিবেশ।

জনবল :
প্রতিষ্ঠান প্রাধানের সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ১৬ জন শিক্ষক, ৫ জন অফিস সহায়ক ও কর্মচারী এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটি  মাদ্রাসা পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।